ভারতে বিহার, ঝাড়খন্ড ও উত্তর প্রদেশে গত ২৪ ঘন্টায় প্রটন্ড ঝড়বৃষ্টি ও বজ্রপাতে ৩০ জনেরও বেশি লোকের প্রাণহানি ও বেশ কয়েকজন আহত হয়েছে। মঙ্গলবার (২৯ মে) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা এ কথা জানান। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।
কর্মকর্তারা বলেন, বিহারে ১২ জন, ঝাড়খন্ডে ১২ জন ও ৯ জন উত্তর প্রদেশে মারা গেছে। এছাড়া ঝাড়খন্ডে ২৮ জন আহত হয়েছে।
এদিকে আবাহওয়া অফিস জানিয়েছে, বিহার ও উত্তর প্রদেশে পরবর্তী ২৪ ঘন্টায় ঝড়ো-বাতাসসহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ ঘন্টায় ভারতের বিভিন্ন এলাকা ছাড়াও কেরালা ও কর্নাটকেও ঝড়-বৃষ্টি হতে পারে। জেলেদের এই সময়ে সাগরে মাছ ধরতে নিষেধ করা হয়েছে।
আজকের বাজার/ এমএইচ