ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে মালবাহী ট্রাক ও যাত্রীবাহী একটি গাড়ির মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত ও অপর তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর সিনহুয়ার।
শুক্রবার (০১ জুন) সকালে মহারাষ্ট্রের রাজধানী নগরী মুম্বাইয়ের প্রায় ৬৫৯ কিলোমিটার পূর্বের ইয়াভাতমাল জেলার অর্নিতে এ দুর্ঘটনা ঘটে।
এক পুলিশ কর্মকর্তা জানান, সকালের ব্যস্ত সময় চলাকালে মালবাহী ট্রাক ও একটি যাত্রীবাহী গাড়ির মধ্যে এ সংঘর্ষে ১০ জন নিহত ও অপর তিনজন আহত হয়েছে। অর্নির কোসদানি ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের ইয়াভাতমালের পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক।
কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও দু’জন শিশু রয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
আজকের বাজার/ এমএইচ