ময়লার ট্রাকের সাথে ট্রাকটরের মুখোমুখী সংঘর্ষে ভারতে ৭ জন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ৭ জন আহত হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৫ জুন) উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ থেকে উত্তর-পশ্চিমে ৯৭ কিলোমিটার দূরত্বের হারদোই জেলার মালাওয়ান এলাকার সন্নিকটে বিলগ্রাম কান্নুজ সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। খবর সিনহুয়া’র।
হারদোই জেলার এক পুলিশ কর্মকর্তা বলেন,“ময়লার ট্রাকের সাথে ট্রাকটরের সংঘর্ষে ৭ জন শ্রমিক নিহত ও অপর ৭ জন আহত হয়েছে।”
তিনি বলেন, “ নিহতরা সবাই নির্মাণ শ্রমিক। তারা ট্রাকটরের ট্রলিতে করে যাচ্ছিলো। ট্রাকটরের সাথে কংক্রিট ভাঙ্গার মেশিন ছিলো।”
আহতদেরকে পাশ্ববর্তী কান্নুজ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরজেড/