ভারতে ট্রাক-ভ্যানের মুখোমুখী সংঘর্ষে নিহত ৫

ভারতে একটি ট্রাক ও ভ্যানের মধ্যে মুখোমুখী সংঘর্ষে  অন্তত পাচঁজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জুন) কোমারাপালায়ামের কাছের একটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খবর সিনহুয়ার।

খবরে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় কোমারাপালায়ামের কাছের একটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এক পুলিশ কর্মকর্তা বলেন, একটি স্পিনিং মিলে কর্মরত পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের কর্মীদের বহন করা ভ্যানটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা খেলে এ প্রাণহানির ঘটনা ঘটে।

তিনি জানান, এতে ঘটনাস্থলেই তিন নারীর মৃত্যু হয়। অপর দু’জন হাসপাতালে মারা যায়। সেখানে এতে আহত অপর ১৩ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটির গতি অনেক বেশী ছিল। এসময় চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

ওই কর্মকর্তা জানান, এ দুর্ঘটনার ব্যাপারে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

আরজেড/