ভারতের উত্তর প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে বহু মানুষ হতাহত হয়েছেন। শনিবার ১৯ আগস্ট সন্ধ্যায় রাজধানী নয়া দিল্লি থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে মুজাফ্ফরনগরের খাওতালি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং দেড়শ মানুষ আহত হয়েছেন বলে সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
এনডিটিভির এক খবরে বলা হয়েছে, ওড়িষ্যার পুরি থেকে ছেড়ে আসা ট্রেনটি উত্তরখান্ডের হরিদ্বারের উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রেনটির ১২টি বগি লাইনচ্যুত হয়েছে।
এ ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু হতাহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। নিহত প্রত্যেকের পরিবারকে সাড়ে তিন লাখ রুপি, গুরুতর আহতদের ৫০ হাজার এবং সামান্য আহতদের প্রত্যেককে ২৫ হাজার রুপি করে দেওয়া হবে।
গত বছর নভেম্বরে উত্তর প্রদেশের কানপুরের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে শতাধিক মানুষের মৃত্যু হয়।
আজকের বাজার: আরআর/ ১৯ আগস্ট ২০১৭