ভারতে ‘তিন তালাক’ এখন শাস্তিযোগ্য অপরাধ

‘তিন তালাক’ দেওয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করে বুধবার একটি অধ্যাদেশ অনুমোদন করেছে ভারতের মন্ত্রিসভা, যা মুসলিম নারীদের জন্য এক বিরাট বিজয়।

মন্ত্রিসভা সংশোধিত তিন তালাক বিলের বিষয়ে একটি নির্বাহী আদেশ অনুমোদন করেছে। বিলটি সংসদের গত অধিবেশনে আটকে গিয়েছিল, খবর এনডিটিভি।

গত আগস্টে রাজ্যসভার সদস্যরা সংশোধিত বিলটির বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়।

বিলে তাত্ক্ষণিকভাবে ‘তিন তালাককে’ ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে এবং কোনো মুসলিম পুরুষ তার স্ত্রীকে তিনবার ‘তালাক’ শব্দটি উচ্চারণ করে তালাক দিলে তাকে তিন বছরের কারাদণ্ড পেতে হবে।

গত ৯ আগস্ট কেন্দ্রীয় মন্ত্রিসভা ‘মুসলিম ওমেন প্রটেকশন অব রাইটস অন ম্যারেজ বিলে’ তিনটি সংশোধনী অনুমোদন করে। এটি লোকসভায় পাস হলেও রাজ্যসভায় গিয়ে আটকে যায়।

ভারতের সুপ্রিম কোর্ট গত বছরের আগস্টের এক রায়ে তাত্ক্ষণিকভাবে তিন তালাক দেয়াকে অবৈধ ও অসাংবিধানিক হিসেবে ঘোষণা করে। তথ্য-ইউএনবি।

আজকের বাজার/এমএইচ