ভারতের মুম্বাই নগরীতে হাউজিং সোসাইটির একটি সীমানার দেয়াল ধসে ১ ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২ জন। খবর সিনহুয়া’র।
সোমবার (২ জুলাই) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩ জুলাই) সিনহুয়া’র খবরে কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, প্রবল বর্ষণের কারণে দেয়ালটি ধসে পড়ে।
কর্মকর্তারা আরও জানান, থানির পাটলিপাদা এলাকায় ৩০ ফুট লম্বা সীমানা প্রাচীরটি সোমবার রাতে কমপক্ষে চারটি বাড়ির ওপর ধসে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।
থানির দুর্যোগ ব্যবস্থাপনা সেলের কর্মকর্তা সন্তোশ কদাম বলেন, বাড়িগুলোর ওপর দেয়াল ধসের ঘটনায় এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া এক নারী ও এক শিশু গুরুত্বরভাবে আহত হন।
আজকের বাজার/একেএ