ভারতে দৈনিক করোনা সংক্রমণে আবারো নতুন রেকর্ড তৈরি হয়েছে। নতুন করে একদিনে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৪৯ হাজার ৬৯১ জন। এ নিয়ে মোট সংক্রমণ দাঁড়িয়েছে ১ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ১৭২ জনে। এছাড়া বর্তমানে চিকিৎসাধীন অসুস্থ রোগীর সংখ্য ২৬ লাখ ছাড়িয়েছে।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোববারের তথ্য থেকে এ কথা জানা গেছে।
ভারতে করোনায় আরো মারা গেছে ২ হাজার ৭৬৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৩১১ জনে।
চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৬ লাখ ৮২ হাজার ৭৫১ জন। সুস্থ হয়েছে ১ কোটি ৪০ লাখ ৮৫ হাজার ১১০ জন। মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.১৩ শতাংশ।