ভারতের বর্ধমানে এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদ থেকে এক মৌলভীকে আটক করেছে পুলিশ। গত সোমবার মসজিদের ভিরতেই ওই তরুণীর শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। খবর জি নিউজ।
জি নিউজের প্রতিবেদনে বলা হয়, নির্যাতিতার মায়ের অভিযোগ, গত সোমবার মৌলভীর সঙ্গে দেখা করতে মেয়েকে নিয়ে ভাঙা মসজিদে গিয়েছিলেন তিনি। কথায় কথায় নিজেকে ঝাড়ফুঁকে দক্ষ বলে দাবি করেন ওই মৌলভী। এরপর তরুণীকে ঝাড়ফুঁক করার নামে পাশের ঘরে নিয়ে যান তিনি।
ওই নারী আরো অভিযোগ করেন, ঘরে একা পেয়ে তরুণীর শ্লীলতাহানি করতে শুরু করেন মৌলভী। এ সময় বাধা দেন ওই তরুণী। তাতেও নিরস্ত হননি ওই মৌলভী।
এরপর সম্মান রক্ষায় চিৎকার শুরু ওই তরণীর । তরুণীর চিৎকার শুনে মসজিদে ভিড় করেন স্থানীয়রা। হাতে নাতে মৌলভীকে ধরে ফেলেন তারা। এরপর খবর যায় থানায়, সেখান থেকে পুলিশকর্মীরা এসে অভিযুক্ত মৌলবিকে আটক করেন।
আজকের বাজার/ এমএইচ