ভারতে ধুলিজড়ে ১৮ জন নিহত

ভারতে ধুলিঝড়ে ১৮ জন নিহত হয়েছেন।এছাড়া শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।

ভারতের রাজস্থানের ভারতপুর, আলওয়ার এবং ধোলপুর ডিস্ট্রিক্টের এলাকায় এ  ঘটনা ঘটে।

দেশটির গণমাধ্যম জানায়, উত্তরাঞ্চলীয় রাজ্যটির আওয়ার, ঢোলপুর ও ভারতপুর জেলায় শক্তিশালী ধুলিঝড় আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে। ঝড়ে আক্রান্ত এলাকার বহু গাছ উপড়ে পড়েছে। বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ায় বিঘ্নিত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। বাতিল করা হয়েছে ১৫টি ফ্লাইট।

এরই মধ্যে আক্রান্ত এলাকাগুলোতে উদ্ধারকাজ শুরু হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সহমর্মীতা জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে।

আরজেড/