পরীক্ষায় নকল করতে দিতে হবে। সঙ্গে রাখতে দিতে হবে মোবাইল ফোনও। আর দাবি না মানলে অ্যাসিড নিক্ষেপ করা হবে শিক্ষিকার গায়ে।
ভারতের জলপাইগুড়ির প্রসন্নদেব মহিলা কলেজের জিএস-কে অ্যাসিড মারার হুমকি দিয়েছেন এক ছাত্রী। ওই ছাত্রীকে পরীক্ষায় নকলে বাধা দেওয়ায় এ হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর এবিপি আনন্দ।
এবিপি প্রতিবেদনে বলা হয়, জলপাইগুড়ি ক্লাব রোডের এই কলেজটিতে বিএ প্রথম বর্ষের পরীক্ষা চলছিল। পরীক্ষায় নকল করা ও মোবাইল নিয়ে পরীক্ষায় বসার অভিযোগ ওঠে বেশ কয়েকজন ছাত্রীর বিরুদ্ধে। এর মধ্যে একজনকে হাতেনাতে ধরে ফেলেন কলেজের তৃণমূল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। বিষয়টি জানানো হয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ শীলা দত্ত ঘটককে।
অভিযোগ, খাতা কেড়ে নেওয়ায় ওই পরীক্ষার্থী অধ্যাপিকাদের দেখে নেওয়ার হুমকি দেয়। এমনকী রবিবার জিএস-এর বাড়িতে গিয়ে তাঁকে অ্যাসিড মারার হুমকি দেয় বলেও জানা যায়। জলপাইগুড়ি কোতয়ালি থানার ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন জিএস। তদন্তে নেমেছে পুলিশ।
আজকের বাজার/ এমএইচ