ভারতে করোনাভাইরাসে নতুন আক্রান্তের সংখ্যায় আবারও রেকর্ড হয়েছে। সোমবার জানানো হয় যে আগের ২৪ ঘণ্টায় আরও ২৮ হাজার ৭০১ জনের করোনা শনাক্ত হয়েছে।
দেশটির স্থবির অর্থনীতিতে প্রাণ ফিরিয়ে আনতে লকডাউন শিথিল করার চেষ্টার পর বেশ কয়েকটি শহরের কর্তৃপক্ষ পুনরায় কঠোর লকডাউন আরোপ করেছে।
ভারতজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৮ লাখ ৭৮ হাজার ২৫৪ জনে। স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২৪ ঘণ্টায় আরও ৫০০ জনের মৃত্যুর খবর দিয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ১৭৪ জন।
নয়াদিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুর ও পুনের মতো প্রধান ভারতীয় শহরগুলোতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। কয়েকটি রাজ্য সপ্তাহব্যাপী কারফিউ জারি এবং সংক্রমণ হ্রাসে উচ্চ-ঝুঁকির এলাকাগুলোতে কঠোর লকডাউন ঘোষণা করেছে।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।