ভারতে নতুন করে ৩১ হাজার ৫২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ লাখ ৬৭ হাজার ৩৭১ জনে।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে বৃহস্পতিবার এ কথা জানা গেছে।
নতুন করে আরো ৪১২ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৭২ জন।
ভারতে করোনাভাইরাসে মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.৪৫ শতাংশে।
এ পর্যন্ত করোনা সংক্রমণ থেকে সেরে উঠেছে ৯২ লাখ ৫৩ হাজার ৩০৬ জন।
বর্তমানে করোনায় অসুস্থ রয়েছে ৩ লাখ ৭২ হাজার ২৯৩ জন। এ হার মোট আক্রান্তের ৩.৮১ শতাংশ।