করোনা মহামারীর মধ্যেই ভারতে আতঙ্ক ছড়িয়েছে নতুন আরেক ভাইরাস। এতে এরই মধ্যে ১৯০০ শূকর মারা গেছে বলে জানিয়েছে, দেশটির স্থানীয় সংবাদমাধ্যম কলকাতা ২৪।
জানা গেছে, এ ঘটনায় শূকরের মাংস বেচাকেনা বন্ধ করেছে আসাম সরকার। আসামের অ্যানিম্যাল হাসব্যান্ডারি, ভেটেরিনারি অ্যাণ্ড এগ্রিকালচার মন্ত্রী অতুল বোরা জানিয়েছেন, ‘ভাইরাস সংক্রমণে বহু শূকরের মৃত্যু হয়েছে।
মোট ১৯৬৪টি মৃত্যুর ঘটনা সামনে এসেছে। ছয় জেলায় এই ঘটনা দেখা গেছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘আমাদের ভেটেরিনারি ডাক্তাররা মৃত শূকরগুলোর নমুনা সংগ্রহ করেছেন। সেগুলো ভুপালের ন্যাশনাল ইন্সটিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিম্যাল ডিসিজেজ ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এখন আমরা রিপোর্টের অপেক্ষা করছি। কিন্তু এক্ষুনি আমাদের সরকার শূকরের মাংস বেচাকেনা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।’
যে ছয় জেলা মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে রয়েছে বিশ্বনাথ, ধীমাজি, ডিব্রুগড়, লাখিমপুর, সিভাসাগর ও জোরহাট।
আজকের বাজার / এ.এ