মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের তুকোগঞ্জ এলাকায়। মৃত ব্যক্তির নাম রমেশ প্রজাপত।
স্থানীয় সূত্রে জানা গেছে , সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকেই প্রতিবাদে সরব হয়ে উঠেছিলেন রমেশ প্রজাপত নামে ওই বৃদ্ধ। এই বিষয়ে আয়োজিত সমস্ত কর্মসূচি অংশগ্রহণ করছিলেন। ইন্দোরের তুকোগঞ্জ এলাকার গীতা ভবন স্কোয়্যারে থাকা বি আর আম্বেদকরের মূর্তি সামনে চলা বিক্ষোভেও অংশ নিয়েছিলেন তিনি বলে খবর ভয়েস অফ আমেরিকার।
কর্মসূচি চলাকালীন আচমকা নিজের শরীরে আগুন ধরিয়ে ফেলেন। প্রথমে ঘটনাটি দেখে হকচকিয়ে গেলেও পরে পুলিশকে ফোন করে খবর দেন ওখানে উপস্থিত মানুষরা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে পুলিশ। তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। এবং পরে চিকিৎসা চলাকালীনই তার মৃত্যু হয়।
আজকের বাজার/লুৎফর রহমান