ভারতে নিপা ভাইরাসে আক্রান্তদের সেবাদানকারী নার্সের মৃত্যু

ভারতে নিপা ভাইরাসে আক্রান্তদের সেবাদানকারী নার্স লিনি পুথুজরী নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

কেরালার কোজিকোডের পেরামবা হাসপাতালে নিপা ভাইরাসে আক্রান্তদের সেবা দিচ্ছিলেন তিনি।সেবাদানকালে তিনিও আক্রান্ত হন ভাইরাসে।৩১ বছর বয়সী লিনি মৃত্যুর আগে তার পরিবারকে শেষবার দেখারও সুযোগ পাননি। সোমবার দ্রুত তাকে সমাধিস্থ করা হয় যাতে সংক্রমণ ছড়িয়ে না যায়।

দুই সন্তানের মা লিনি মৃত্যুর আগে সন্তানদের যত্ন নেয়ার কথা বলে স্বামীর জন্য একটি চিরকুট রেখে গেছেন।

কেরালায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে গত তিন দিনে মারা গেছে ১০ জন। আরো ১২ জনের দেহে এ ভাইরাসের অস্তিত্ব আছে বলে মঙ্গলবার নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

১৯৯৯ সালে প্রথমবারের মতো মালয়েশিয়ায় নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। বাদুরের মাধ্যমেই রোগটি ছড়িয়ে পড়ে মানুষের শরীরে। এখনো কোনো টিকা আবিস্কৃত না হওয়ায় এই নিপা ভাইরাসকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভয়ঙ্কর দশটি রোগের তালিকায় রেখেছে।

আরজেড/