ভারতের কেরালা রাজ্যের কোজিকোড়ে গত কয়েক দিনে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ জন মারা গেছে। খবর এনডিটিভি।
রাজ্যের কোজিকোড়ে নিপা ভাইরাস নিয়ন্ত্রণে না আসায় স্কুল ও কলেজগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২ জুন) কেরালা সরকার বিজ্ঞপ্তি জারি করে ছুটি ঘোষণা করে। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ ছুটি থাকবে।
এ নিয়ে দ্বিতীয় বারের জন্য ছুটির মেয়াদ বাড়ানো হল। এর আগে নিপার কারণেই গ্রীষ্মের ছুটি বাড়িয়ে ৫ জুন পর্যন্ত করা হয়েছিল। এখনও বাদুড় সংক্রামিত এই ভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটনায় সংক্রামণ ছড়ানোর ভয়েই দ্বিতীয় পর্যায়ে ছুটি আরও বাড়িয়ে দেয়া হয়েছে।
মহামারীর আকার না নিলেও প্রতিদিনই মৃতের সংখ্যা বাড়ছে রাজ্যটিতে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। নিপার প্রভাব পড়েছে রাজ্যের পর্যটন শিল্পেও। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিপা নিয়ে কোনো বিধিনিষেধ আরোপ করেনি।
আজকের বাজার/একেএ