ভারতে পাচারকালে সিলেটের জকিগঞ্জ উপজেলার ভুইয়ারবাজার এলাকা থেকে রোহিঙ্গা ভাই-বোনকে আটক করেছে পুলিশ।তারা হলেন- তাসমিন আরা (২০) ও জুবায়ের (১২)।জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আব্দুল নাসের তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারতে পাচারকালে বুধবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে কুতুপালং ক্যাম্পে ফেরত পাঠানো হবে।