বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে শুক্রবার ভারতে পাচালকালে নয় বাংলাদেশিকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তাদের মধ্যে পাঁচজন নারী ও দুজন শিশু। তাদের বাড়ি ফরিদপুর, নড়াইল ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার আরিফুল হক বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির একটি দল সকালে সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে নয়জনকে উদ্ধার করে।
তাদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।