ভারতে পাচারের সময় বেনাপোলে স্বর্ণসহ নারী আটক

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত যাওয়ার সময় প্রায় ৩ কেজি স্বর্ণসহ বেগম রোকসানা নামের নারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে স্বর্ণ পাচারের সময় ১৫ জুলাই শনিবার তাকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, শনিবার সকালে বেনাপোলে বিশেষভাবে লুকায়িত ১১টি স্বর্ণের বারসহ একজন নারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। ওই স্বর্ণের বারগুলোর মোট ওজন ২ কোজি ৭৫০ গ্রাম। এর আনুমানিক বাজার মূল্যা প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা।

ড. মইনুল খান বলেন, স্কচ টেপ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে স্বর্ণের বারগুলো লুকিয়ে রেখেছিলেন বেগম রোকসানা। সকালে বেনাপোল চেকপোস্ট পার হওয়ার সময় সন্দেহজনক হিসেবে তাকে শনাক্ত করা হয়। পরবর্তীতে তার শরীরে তল্লাশি করে ওই স্বর্ণগুলো উদ্ধার করেন শুল্ক বিভাগের মহিলা কর্মকর্তারা।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত যাওয়ার সময় ৫টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছিল শুল্ক গোয়েন্দা। প্রায় ২৮ লাখ টাকা মূল্যের স্বর্ণগুলো পায়ের উরুর সঙ্গে ইলাস্টিকের বেল্টে বিশেষ কৌশলে বাধা ছিল।

এর আগে গত বুধবার সকালে ভারত যাওয়ার সময় আরেক যাত্রীর কাছ থেকে ৭টি স্বর্ণের বার আটক করা হয়েছিল। জুতার ভেতর লুকিয়ে স্বর্ণ চালানের চেষ্টা করেছিল সে।

আজকের বাজার:এলকে/ এলকে/ ১৫ জুলাই ২০১৭