ভারতে পাচার হওয়া ৭ কিশোর দেশে ফিরলো

কাজের প্রলোভন দেখিয়ে সীমান্তের অবৈধ পথে ভারতে পাচার হওয়া সাত শিশু-কিশোরকে দেড় বছর পর হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১০ জুলাই) সন্ধ্যায় বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রেোপোল বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভারতে পাচার হওয়া সাত শিশু-কিশোরকে  বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করেন।

বিজিবি সদস্যরা আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরিবারের কাছে পৌঁছে দেয়ার জন্য সেখান থেকে ‘রাইটস যশোর’ নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে।

ফেরত আসা কিশোররা হলো, যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে বিপ্লব হোসেন (১৪), যশোর সদর উপজেলার নারাঙ্গালী গ্রামের বিলাল হোসেনের ছেলে মিজানুর (১১), খুলনার ফুলতলা উপজেলার পয়ইক গ্রামের টুটুল মোল্লার ছেলে ইমন মোল্লা (৪), ঢাকার আশুলিয়া উপজেলার নিরিবিলি গ্রামের মমিন মিয়ার ছেলে জহিরুল ইসলাম (১১), একই এলাকার মমিন হোসেনের ছেলে জয়নাল হোসেন (১৬), নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ছালেনগর গ্রামের জাকির হোসেনেরে ছেলে হাসান দেওয়ান (১৪) ও একই এলাকার বাদলের ছেলে ফয়সাল হোসেন (১২)।

রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, বিভিন্ন সময় পাচারকারীরা এসব শিশু-কিশোরদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যায়। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাদের আটক করে আদালতে পাঠায়।

পরে ভারতের উত্তর ২৪ পরগনার ‘কিশোলয়’ নামের একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে।

তৌফিকুর রহমান  আরও জানান,  দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের মাধ্যমে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

এসএম/