ভারতে প্রবল বর্ষণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। দেশটির কেরালা রাজ্যের কোঝিকোদি, মালাপ্পুরম ও কোল্লাম জেলা থেকে ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর খবর পাওয়া যায়। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।
মঙ্গলবার (১৭ জুলাই) দেশটির কর্মকর্তারা এসব জানিয়েছেন।
সিনহুয়ার খবরে বলা হয়, কেরালা রাজ্যের কোঝিকোদি, মালাপ্পুরম ও কোল্লাম জেলা থেকে এসব মৃত্যুর খবর পাওয়া গেছে।
রাজ্যের এক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, কোল্লামে প্রবল বর্ষণের কারণে তিনজনের মৃত্যু হয়েছে। বর্ষণের কারণে কোঝিকেদি জেলায় দু’জন ও মালাপ্পুরম জেলায় দু’জন মারা গেছে।
এ তিন জেলার পাশাপাশি অপর পাঁচ জেলায় প্রবল বর্ষণ হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এসব জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে।
স্থানীয় টিভি চ্যানেলের খবরে বলা হয়, প্রবল বৃষ্টিপাতের কারণে এসব জেলায় ট্রেন ও সড়ক পথে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।
আজকের বাজার/একেএ