ভারতের উত্তরাঞ্চলে গত তিনদিনে শেষ বর্ষার অস্বাভাবিক ভারি বৃষ্টি ও তা থেকে সৃষ্ট বন্যায় অন্তত ১ শ’ লোক মারা গেছে। কর্মকর্তারা সোমবার এ কথা জানান।
বন্যায় রাস্তাঘাট, হাসপাতাল ও বাড়িঘর ডুবে গেছে। বিহার রাজ্যের রাজধানী পাটনায় মানুষকে চলাচলের জন্যে নৌকা ব্যবহার করতে দেখা গেছে।
গত শুক্রবার থেকে এই রাজ্যে অন্তত ২৭ জন, উত্তর প্রদেশে ৬৩ জন মারা গেছে। এ অঞ্চলে আরো বৃষ্টি হবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন, গত কয়েকশ’ বছরের মধ্যে সম্ভবত চলতি সেপ্টেম্বর সবচেয়ে বর্ষণমুখর মাস হিসেবে শেষ হচ্ছে।
বিহারের দুর্যোগ প্রতিরোধ কর্মকর্তা এম রামচন্দ্র বলেন, কেবলমাত্র পাটনায় শুক্রবার থেকে ২২৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
এছাড়া দক্ষিণ ভারত ও পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যেও প্রবল বৃষ্টি হচ্ছে।
ভারতের আবহাওয়া দপ্তর ১৫টি রাজ্যে অতিরিক্ত বৃষ্টির পূর্বাভাস দেয়ার প্রেক্ষাপটে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ১৯১৭ সালের পর এবারের বর্ষাই হচ্ছে সবচেয়ে বর্ষণমুখর।
দক্ষিণ এশীয় অঞ্চলের কৃষকদের জন্যে বর্ষা খুবই গুরুত্বপূর্ণ হলেও চলতি বছরের জুলাই মাসে ভারত, নেপাল, বাংলাদেশ ও পাকিস্তানে প্রায় সাড়ে ছয়শ লোক প্রাণ হারিয়েছে।