ভারতে ফ্লাইওভার ধসে ১৮ জনের মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশের বারানসীতে নির্মাণাধীন একটি ফ্লাইওভার ধসে পড়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আরো অর্ধশতাধিক মানুষ ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। এনডিটিভি এসব তথ্য জানায়।

ধ্বংসস্তুপের নিচে এসব মানুষ চাপা পড়ার কারণে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

মঙ্গলবার (১৫ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে প্রদেশটির বারানসীতে ক্যান্টনমেন্ট রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, আচমকাই ফ্লাইওভারের দুইটি পিলার একসঙ্গে ভেঙ্গে পড়ে। এসময় বিশাল আকারের কংক্রিট স্ল্যাব মাটিতে আছড়ে পড়ে। এতে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে মানুষ, বাস এবং ব্যক্তিগত গাড়িও ভেঙে চুরমার হয়ে যায় মুহূর্তেই।

হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে না জানা গেলেও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তারা নির্মাণাধীন ফ্লাইওভারটিরই শ্রমিক হিসেবে কাজ করছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সে (এনডিআরএফ) পাঁচটি দল উদ্ধার কাজে অংশ নিয়েছে। পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্যও সেখানে রয়েছেন। ধ্বংসাবশেষ সরাতে আটটি ক্রেন ব্যবহার করা হচ্ছে। গ্যাসকাটার দিয়ে রড কেটে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চলছে।

কর্মকর্তারা এনডিটিভিকে জানিয়েছেন, জীবিতদের উদ্ধার করাই এখন তাদের একমাত্র লক্ষ্য।

উত্তরপ্রদেশর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ফ্লাইওভার ধসে হতাহতের ঘটনায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত কিমিটিকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেছেন, কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। উদ্ধারে সর্বোচ্চ তৎপরতা চালানো হচ্ছে। আহতদের দ্রুত সুস্থতার কামনাও করেন তিনি।

আজকের বাজার/একেএ