ভারতের পশ্চিমবঙ্গে প্রচন্ড ঝড়ে কমপক্ষে ১১ জন প্রাণ হারিয়েছেন। কোলকাতা ও এর আশেপাশের জেলাগুলোতে এই ঘটনা ঘটে। বিবিসি বাংলা সূত্রে এসব তথ্য জানা যায়।
নিহতদের মধ্যে অনেকেই গাছ ভেঙে এবং ভবন ধসে পড়ে মারা যান। এছাড়া বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে চারজন কোলকাতায়, পাঁচজন হাওড়াতে, একজন হুগলিতে ও একজন বাঁকুড়া জেলায় মারা যান।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মঙ্গলবার সন্ধ্যায় প্রতি ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে বাতাস বইতে থাকে। এই সময় সড়কে শত শত গাছ ভেঙে পড়ার কারণে যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে।
রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তাগণ বলছেন, বজ্রসহ বৃষ্টির ব্যাপারে আগেই পূর্বাভাস ছিল। তবে বাতাসের গতি এত বেশি থাকবে তেমন কোনো ধারণা ছিল না। বজ্রসহ ঝড়ের সঙ্গে বাতাসের এমন গতি গত কয়েক দশকেও দেখা যায়নি।
একেএ/