ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের কয়েকটি জেলায় বজ্রপাতে অন্তত ১১ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। চীনা সংবাদ সংস্থা সিনহুয়া’র সূত্রে এসব তথ্য জানা যায়।
গত ২৪ ঘণ্টায় বজ্রপাতে রাজ্যের মধুবানি, মুজাফফরপুর, সুপল, ভাগলপুর, মাধেপুরা ও পুর্নিয়া জেলায় এসব হতাহতের ঘটনা ঘটে।
বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার এ মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি প্রাকৃতিক এ দুর্যোগে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
আজকের বাজার/একেএ/