ভারতের দিল্লীতে বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করে ৩০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। খবর সিনহুয়ার।
রাজধানীর মধ্য দিয়ে বেশ কয়েকদিন ধরেই বয়ে যাওয়া যমুনা নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে। যেকোন মুহূর্তে সৃষ্টি হতে পারে বন্যা পরিস্থিতির।
সিনহুয়ার খবরে বলা হয়, এমনিতেই কয়েকদিন ধরে বিপদ সীমার ওপর দিয়ে বইছিল যমুনার পানি। তার ওপর হরিয়ানায় হাথিকুন্ড বাঁধ থেকে ব্যাপক পরিমাণের পানি ছেড়ে দেওয়ার পর অবস্থা আরো বেগতিক হয়ে ওঠেছে। তার ওপর গত কয়েক সপ্তাহের ভারী বর্ষণ পরিস্থিতি আরো আগ্রাসী করে তুলেছে।
ভারতে জুলাই-আগস্ট হচ্ছে বর্ষা মৌসুম। এই মৌসুমে প্রতি বছরই নদীর পানি তার স্বাভাবিক উচ্চতা অতিক্রম করে থাকে। এইবার যমুনা নদীর পানির উচ্চতা এখন পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ২০৫.৫৩ মিটারে। দিল্লীর ‘আয়রন সেতু’ প্রায় স্পর্শ করে ফেলেছে।
অবস্থা বিবেচনায় বন্ধ করে দেওয়া হয়েছে ২৭টি ট্রেনে কার্যক্রম। কয়েকটি ট্রেন ভিন্ন পথে আসা-যাওয়া অব্যাহত রেখেছে।
এখন পর্যন্ত দিল্লী থেকে সরিয়ে নেওয়া হয়েছে তিন হাজারের বেশি মানুষকে। এর মধ্যে নিম্নাঞ্চলে বসবাসকারী মানুষই বেশি। তাদেরকে অস্থায়ী শিবিরে আশ্রয় প্রদান করা হয়েছে।
আজকের বাজার/একেএ