ভারতের উত্তরাঞ্চলে একটি দ্রুতগতির বাস উল্টে রাস্তার পাশে নর্দমায় পড়ে কমপক্ষে ২৯ ব্যক্তি নিহত হয়েছেন।
উত্তর প্রদেশ রাজ্য সরকারের মুখপাত্র অওনিশ আওয়াস্তি জানান, রবিবার রাতে আগ্রার কাছে যমুনা মহাসড়কে দুর্ঘটনার সময় বেশির ভাগ যাত্রী ঘুমে ছিলেন। বাসটি রাজ্যের রাজধানী লখনৌ থেকে নয়াদিল্লি যাচ্ছিল।
দুর্ঘটনায় ১৮ যাত্রী আহত হয়েছ্নে বলে জানান আওয়াস্তি। তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
বিশ্বের সবচেয়ে মারাত্মক সড়কগুলো ভারতে অবস্থিত। দেশটিতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ১ লাখ ৫০ হাজার মানুষ নিহত ও ৪ লাখ ৭০ হাজার মানুষ আহত হন। বেশির ভাগ দুর্ঘটনার জন্য দায়ী থাকে বেপরোয়া গাড়ি চালানো, সড়কের বেহাল দশা ও পুরনো গাড়ি।