ভারতের বিহারে একটি বাস উল্টে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২২ জন। খবর সিনহুয়া’র।
সোমবার (২১ মে) রাজ্যের দ্বারভাঙ্গা জেলার শঙ্কর লোহার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির এক পুলিশ কর্মকর্তা জানান, প্রায় ৩০ জন আরোহী নিয়ে বাসটি বিরাউল থেকে দারভাঙ্গা যাচ্ছিল। দ্রুতগামী বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। আহতদের একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।
আজকের বাজার/একেএ