ভারতে বাস খাদে পড়ে নিহত ৭, আহত ১২

ভারতের হিমাচল প্রদেশে একটি বাস পাহাড়ের খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। রোববার (১৩ মে) সিনহুয়া এসব তথ্য জানায়।

হিমাচল প্রদেশের সোলান-রাজগড় মহাসড়কের নায়েনটি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

এক পুলিশ কর্মকর্তা জানান, পাহাড়ি সরু রাস্তায় বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং উদ্ধার কাজে নেমে পড়ে।

তিনি আরো বলেন, বাসের ভেতর থেকে ৭ যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অপরদিকে আহত অবস্থায় ১২ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। চালক ও হেলপারসহ বাসে প্রায় ২০ জন যাত্রী ছিলো। বাসটি রাজগড়ে যাচ্ছিলো। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজকের বাজার/একেএ