ভারতের উত্তরাঞ্চলে এক বাস দুর্ঘটনায় কমপক্ষে তিনজন নিহত ও অর্ধ শতাধিক লোক আহত হয়েছে। পাহাড়ী রাস্তায় একটি বাস উল্টে হতাহতের এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার পুলিশ একথা জানায়।
এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘বুধবার রাতে বাসটি পাহাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সাতজনের অবস্থা আশংকাজনক বলে জানানো হয়।’
প্রত্যক্ষদর্শীরা জানান, চালক বাসের নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এ ব্যাপারে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তথ্য-বাসস।
আজকের বাজার/এমএইচ