রোববার (১ জুলই) পাপালি-বোয়ান সড়কের নৈনিদান্দা ব্লকের একটি গিরিসঙ্কটে পড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
গণমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, বোয়ান থেকে প্রায় ৪৫ জন যাত্রী নিয়ে ওই মিনিবাসটি রামনগরের উদ্দেশ্যে রওনা হয়েছিল, পথে বাসটি ৬০ ফুট গভীর গিরিসঙ্কটে পড়ে যায়। বাসটির অধিকাংশ যাত্রী তাৎক্ষণিকভাবে মারা যান। দুর্ঘটনার কারণ জানা যায়নি।
পুলিশ ও ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) একটি টিম উদ্ধার কাজ পরিচালনা করছে।
গারওয়ালের পুলিশ কমিশনার দিলিপ জাওয়ালকার জানান, মৃ্তের সংখ্যা বাড়তে পারে।
রাসেল/