প্রথমবারের মত ভারতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সম্প্রচার শুরু হয়েছে।
সোমবার বিকেল পৌনে ৪টায় রামপুরায় বিটিভির মিলনায়তনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন।
তবে দূরর্দশনের প্ল্যাটফরমের মাধ্যমে ভারতের দর্শকরা সকাল সাড়ে ৯টা থেকে দেখতে পারছেন বিটিভি। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে এ সম্প্রচার শুরু হয়েছে।
তথ্যসচিব আবদুল মালেকের সভাপতিত্বে এ সম্প্রচার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ।
অনুষ্ঠানে বিটিভির মহাপরিচালক হারুন অর রশিদ স্বাগত বক্তব্য দেন।
আজকের বাজার/এমএইচ