দোকানের মালিক নিজেই ক্যাশ কাউন্টারে বসা। চারজন যুবক বিরিয়ানি কিনে টাকা না দেওয়ায় ১৯০ টাকা বাকি রয়েছে বলে তাদের জানালেন দোকানদার। একথা শুনতেই তাদের মধ্য একজন অস্ত্র বের করলো দোকানদারকে ভয় দেখানোর জন্য। এতে দোকানদার ভয়ে পালিয়ে যেতে দৌড় দিলে পিছন থেকে গুলি করা হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসরা মৃত্য বলে ঘোষণা করেন।
ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার ভারতের ভাটপাড়া এলাকায়। এ ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। খবর এবিপি আনন্দ।
মৃত ওই দোকানদারের নাম সঞ্জয় মণ্ডল। তাঁর দোকান স্থানীয় পুলিশ ফাঁড়ির নিকটস্থ।
অভিযোগ সূত্রে জানা যায়, চারজন যুবক সঞ্জয় মণ্ডলের দোকানে বিরিয়ানি কিনতে যায়। বিরিয়ানির দাম বাবদ আগের ১৯০ টাকা বাকি রয়েছে বলে জানান সঞ্জয়। তখনই আগ্নেয়াস্ত্র বের করে ফিরোজ নামের এক যুবক। ফলে সঞ্জয় দৌড়তে শুরু করলে পিছন থেকে তাঁকে গুলি করা হয়।
পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে এ ঘটনায তারা চারজনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে। অভিযুক্তরা হলেন, মহম্মদ রাজা, মহম্মদ ফিরোজ, মহম্মদ শাহনওয়াজ ও মহম্মদ মোগলি।
পুলিশ ফাঁড়ির নিকটেই এই ধরনের ঘটনা ঘটায পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ এলাকার ব্যবসায়ী ও বাসিন্দারা।
আজকের বাজার/ এমএইচ