ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজস্থান রাজ্যে বুধবার একটি বিয়ের গাড়ি নদীতে পড়ে যাওয়ায় ২৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন নারী রয়েছে। পুলিশ একথা জানায়। বুন্দি জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট শ্রীভাজ মীনা জানান, একটি সেতু পার হওয়ার সময় চালক বাসের নিয়ন্ত্রণ হারালে বাসটি নদীতে পড়ে যায়। বাসটিতে ২৮ যাত্রী ছিল।
মীনা এএফপি’কে বলেন, ‘বাসটিতে করে কোটার একটি বিয়ের অনুষ্ঠানের লোকজনকে বহন করা হচ্ছিল। বাসটি একটি সেতু থেকে নদীতে পড়ে যায়। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে গ্রামবাসী ও উদ্ধার কর্মীদেরকে নদীতে পড়া বাস থেকে লাশগুলো টেনে তোলার চেষ্টা করতে দেখা যায়।
ভারতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় দেড় লাখেরও বেশি লোক প্রাণ হারায়। এসব দুর্ঘটনার জন্য দেশটির দুর্বল সড়ক ব্যবস্থাপনাকে দায়ী করা হয়। গত মাসে ভারতের পশ্চিমাঞ্চলে একটি বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২৬ জন নিহত হয়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান