ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশে বৃষ্টি ও বন্যায় অন্তত ১৮ জন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে হয়েছে আরও ৩৬ জন। সরকারি কর্মকর্তারা বুধবার এ কথা জানান। খবর সিনহুয়া’র।
রাজ্যের দশ জেলায় গত ৩৬ ঘণ্টায় হতাহতের এসব ঘটনা ঘটে।
দূর্যোগ ব্যবস্থাপনার এক কর্মকর্তা জানান, রাজ্যে সোমবার থেকে ভারী বৃষ্টিপাত ও বন্যায় ১৮ জনের মৃত্যু এবং ৩৬ জন আহত হয়েছে।
আবহাওয়া বিভাগের এক কর্মকর্তা জানান, আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া পরিস্থিতির অবনতি হতে পারে। কারণ, আরো বৃষ্টিপাতের আশংকা করা হচ্ছে।
এ বছর শুধু ভারতের রাজ্য উত্তরপ্রদেশই নয়, এই বর্ষায় দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় চারশ’রও বেশি মানুষ মারা গেছে।
আজকের বাজার/এমএইচ