ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বড় ধরনের বিজয় পেতে যাচ্ছেন। বৃহস্পতিবার কিছু সময়ের ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের ফলাফলে এমন চিত্রই উঠে এসেছে। এর আগে বুথ ফেরত ফলাফলেও বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশটিতে হিন্দু জাতীয়তাবাদী দলের ফের ক্ষমতায় ফেরার আভাসই পাওয়া গেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এখন পর্যন্ত নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে দেখা গেছে মোট ৫৪২টি আসনের মধ্যে মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২৮৩টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি’র নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস মাত্র ৫১টি আসনে এগিয়ে।
বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ২৭২টি আসন প্রয়োজন। ২০১৪ সালে মোদি প্রথমবারের মতো ক্ষমতা গ্রহণের সময় বিজেপি ২৮২টি আসন পেয়েছিল। সেই নির্বাচনে জয়লাভ করে বিজেপি ৩০ বছরের মধ্যে প্রথম সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
রোববারের বুথ ফেরত জরিপেও মোদির বিজয়ের আভাস দেয়া হয়।
ভারতের এই নির্বাচনে ব্যয় হয়েছে ৭শ’কোটি মার্কিন ডলারের বেশি। ৬০ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
গান্ধী-নেহেরু পরিবারের সদস্য ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী বুধবার বুথ ফেরত জরিপকে প্রত্যাখ্যান করেন।
৪৮ বছর বয়সী রাহুল এক টুইট বার্তায় বলেন, ‘বুথ ফেরত জরিপ ভুয়া। এতে বিভ্রান্ত হবেন না।’
এদিকে উত্তর প্রদেশের আমেথিতে রাহুলের আসনে জয়লাভ করতে তাকে যথেষ্ট বেগ পেতে হবে বলে আগাম আভাস পাওয়া গেছে। এই আসনটি তার পরিবারের সদস্যরা কয়েক প্রজন্ম করে জিতে আসছেন।