ভারতে ভবন ধসে নিহত ৩

ভারতে একটি ভবন ধসের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়েছেন এক ডজনেরও বেশি মানুষ। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’র।

মঙ্গলবার (১৭ জুলাই) রাতে দেশটির রাজধানী দিল্লিতে চারতলা একটি ভবনের উপর নির্মাণাধীন ছয়তলা ভবন হেলে পড়লে এ ঘটনা ঘটে।

দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), পুলিশ ও দমকল বাহিনী রাতেই উদ্ধার অভিযান শুরু করে।

এ ঘটনায় নির্মাণাধীণ ওই স্থাপনার মালিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

দমকলের প্রধান কর্মকর্তা অরুণ কুমার সিংয়ের বরাতে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ঘটনার সমসয় নির্মাণাধীন ভবনটিতে অন্তত ১২ জন শ্রমিক ছিলেন এবং তারা সবাই আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ধ্বংসস্তূপের ভিতরে কেউ আটকা পড়ে আছেন কি না তা নিশ্চিত হতে এনডিআরএফ প্রশিক্ষিত কুকুর, সেন্সর ও ক্যামেরা ব্যবহার করছে।

আজকের বাজার/একেএ