ভারতে ভবন ধসে নিহত ৪

ভারতের পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ রাজ্যে ভবন ধসের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। খবর এই সময়’র।

রোববার (২২ জুলাই) দিবাগত রাতে এসব ঘটনা ঘটে।

ভারতের পশ্চিমবঙ্গে শিয়ালদহের কাছে বৈঠকখানা বাজারে একটি পুরনো দুইতলা বাড়ি ভেঙে ২ জনের মৃত্যু হয়। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন আরও কয়েকজন।

পুলিশ ও উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ২ জনকে উদ্ধার করতে পেরেছেন। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

এদিকে উত্তরপ্রদেশে একটি পাঁচতলা ভবন ধসে পড়ে আট বছর বয়সী শিশুসহ অন্তত ২ জন প্রাণ হারিয়েছেন।

এছাড়া হাসপাতালে ভর্তি করা হয় আরও ২ জনকে। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে আরও কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধারকাজ।

আজকের বাজার/একেএ