ভারতে মৌসুমি বৃষ্টিপাতের পর ভবন ধসে সেনাবাহিনীর ১১ সৈনিক ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
রোববার উত্তর ভারতের একটি পাহাড়ী অঞ্চলে তিন তলা ভবনটি ধসে পড়ে। উদ্ধারকারীরা ভবনের ধ্বংসস্তুপ থেকে ১১ সৈনিক ও এক বেসামরিক নাগরিকের লাশ উদ্ধার করেছে। খবর ইউএনবি।
ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার কর্মকর্তা গৌরভ শ্রীবাস্তব জানান, ভবন ধসের ঘটনায় আরও দুই থেকে তিনজন নিখোঁজ রয়েছেন।
দমকল বাহিনীর কর্মকর্তা রাজা রাম ভগত জানান, ভবনের নিচ তলার রেস্টুরেন্টে সেনাবাহিনীর ওই সদস্যরা একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
হিমাচল প্রদেশের এই ভবন ধসের ঘটনায় কয়েকজন সৈনিকসহ ৩১ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
আজকের বাজার/এমএইচ