ভারতে তীর্থযাত্রার সময় ভূমিধসে অন্তত পাচঁজন নিহত হয়েছে বলে জানা গেছে।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের ব্রারিমার্গে অমরনাথ তীর্থযাত্রার সময় এ ঘটনা ঘটে।
এর আগে মঙ্গলবার তীর্থযাত্রীদের তিনজন মারা যায়। এ নিয়ে এ বছর অমরনাথ যাত্রার সময় মৃতের সংখ্যা দাঁড়ালা ১১জনে।
প্রায় চার হাজার মিটার উঁচুতে অবস্থিত এই মন্দিরে এখন পর্যন্ত ৩৬ হাজারেরও বেশি তীর্থযাত্রী গিয়েছেন। ভারী বর্ষণ ও হঠাৎ বন্যার ঝুঁকি থাকার পরও পূর্ব নির্ধারিত ২৮শে জুন এ তীর্থ যাত্রা শুরু হয়। ৬০ দিনের এ তীর্থযাত্রা আগামী ২৬শে আগস্ট শেষ হবে।
আরজেড/