ভারতে ভূমিধসের ঘটনায় ১ জন নারীসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন। খবর টাইমস অফ ইন্ডিয়া’র।
মঙ্গলবার (৩ জুলাই) সন্ধ্যায় অমরনাথ যাত্রার পথে জম্মু-কাশ্মীরের বাল্টাল রুটে এ ঘটনা ঘটে।
টাইমস অফ ইন্ডিয়া’র খবরে এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়, রাইলপাট্রি ও ব্রারিমার্গের মধ্যে বাল্টাল রুটে এক ভূমিধসের ঘটনা ঘটে। ঘটনায় এক নারী ও চার পুরুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।
পুলিশ কর্মকর্তা আরো জানিয়েছেন, হতাহতদের পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। মৃতদেহগুলো বাল্টালের বেস ক্যাম্প হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ভূমিধসের খবর শুনে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য ও উদ্ধারকারী দল। তৈরি থাকতে বলা হয়েছে মেডিক্যাল টিমকে।
আজকের বাজার/একেএ