ভারত সরকার করোনাভাইরাসের কারণে জারিকৃত লকডাউন ধীরে ধীরে শিথিল করে নেয়ায় মঙ্গলবার থেকে পর্যায়ক্রমে যাত্রীবাহী রেল পরিষেবা পুনরায় চালু করতে যাচ্ছে দেশটির রেল কর্তৃপক্ষ।
ভারতে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২১৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যা দেশটিতে এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ।
এছাড়া ভারতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ২ হাজার ২০৬ জনের।
সংক্রমণ বৃদ্ধির বিষয়টি এমন সময় সামনে এসেছে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের লকডাউন উঠিয়ে নেয়ার কৌশল নিয়ে আলোচনার জন্য বিভিন্ন রাজ্য প্রধানদের সাথে সাক্ষাৎ করবেন।
এর আগে মার্চ মাসের শেষের দিকে করোনার সংক্রমণ রোধে কঠোর লকডাউন কার্যকর করার পর ভারতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আগামী ১৭ মে ভারতের ৫৪ দিনের লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।