ভারতে মাওবাদীদের হামলায় ২ বিএসএফ সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও ৪ জওয়ান গুরুতর আহত হয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
শনিবার (১৪ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে দেশটির ছত্তিশগড়ে ওই হামলার ঘটনা ঘটে।
আহত জওয়ানদের উদ্ধার করে রাইপুরে আনার জন্য ঘটনাস্থলে এমআই-১৭ হেলিকপ্টার পাঠানো হলেও খারাপ আবহাওয়ার জন্য হেলিকপ্টারটি মাঝপথে ফিরে আসতে বাধ্য হয়। আহত ওই বিএসএফের সদস্যদের আবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
এর আগে গত ২০ মে সুকমাতে মাওবাদী হামলায় আধাসামরিক বাহিনী সিআরপিএফের ৮ সদস্য নিহত হয়েছিল।
আজকের বাজার/একেএ