ভারতের ছত্তিশগড়ে কনভয়ের ওপর মাওবাদী গেরিলাদের অতর্কিত হামলায় দুই পুলিশ ও এক সাংবাদিক নিহত হয়েছে।
সিনিয়র রাজ্য পুলিশ রতন লাল দাংগি জানান, হামলায় একজন সাব ইন্সপেক্টর, একজন কনস্টেবল এবং একজন ক্যামেরাম্যান নিহত হয়েছে। এছাড়া এ হামলায় আরো দুজন আহত হয়েছে।
নিহত ক্যামেরাম্যান জাতীয় সম্প্রচার মাধ্যম দূরর্দশনে কাজ করতেন। তিনি আগামী মাসে অনুষ্ঠেয় স্থানীয় নির্বাচন নিয়ে কাজ করছিলেন।
দূরদর্শন ক্যামেরাম্যানের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।
মাওবাদী বিরোধী অভিযানের রাষ্ট্রীয় প্রধান পি সুন্দর বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত সৈন্য পাঠানো হয়েছে।
এদিকে গত সপ্তাহেও মাওবাদীরা ছত্তিশগড়ের বিজাপুরে একটি সেনা যান উড়িয়ে দেয়। এতে চার সৈন্য নিহত হয়।
ছত্তিশগড়ে আগামী ১২ ও ২০ নভেম্বর দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৫ বছর ধরে ছত্তিশগড়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র শাসন চলছে। মাওবাদীরা বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে। তথ্যসূত্র-বাসস
আজকের বাজার/এমএইচ