নির্ধারিত সময়ের কিছুটা আগেই স্থানীয় সময় সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে অবতরণ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিমান।
বিমান থেকে সস্ত্রীক নামার পর ডোনাল্ড ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্প কন্যা ইভাঙ্কা এবং জামাতাকেও অভ্যর্থনা জানান তিনি।
আমেদাবাদে পা দেয়ার আগেই এয়ার ওয়ান বিমান থেকে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদিকে টুইট করেন, ভারতে আসার জন্য প্রস্তুত আমি।
কয়েক ঘণ্টার মধ্যে দেখা হচ্ছে সবার সঙ্গে। ট্রাম্পকে অভ্যর্থনা জানাতে আমাদেবাদে সাজ সাজ রব।
ডোনাল্ড ট্রাম্পের হিন্দিতে টুইটের জবাব দিলেন ভারতের প্রধানমন্ত্রী। মোতরা স্টেডিয়ামে লাখ লাখ মানুষের ভিড়।
গান-নৃত্যে সাদরে আমন্ত্রণ জানানোর কোনও ত্রুটিই রাখা হয়নি। ট্রাম্পের হিন্দিতে টুইট পেয়ে নমো জানালেন মোদি, অতিথি দেব ভব।
আজকের বাজার/এমএইচ