ভারতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বৃহস্পতিবার ৭৫ হাজার ৬২ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১ হাজার ১৭২ জন।
এছাড়া, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ৬৫ হাজার ৮৬৩ জনে পৌঁছেছে, খবর সিনহুয়া।
দেশব্যাপী গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৯৫ হাজার ৭৩৫ জনের।
মন্ত্রণালয়ের তথ্যে দেখা যায়, বর্তমানে দেশটিতে করোনা রোগী রয়েছেন ৯ লাখ ১৯ হাজার ১৮ জন এবং ইতোমধ্যে ৩৪ লাখ ৭১ হাজার ৭৮৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত ভারতে ৫ কোটি ২৯ লাখ ৩৪ হাজার ৪৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে শুধু বুধবারই পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ২৯ হাজার ৭৫৬টি নমুনা।
গত ২৫ মার্চ দেশব্যাপী আরোপিত কঠোর লকডাউনের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অর্থনীতির চাকা পুনরায় চালু করতে ভারত এখন চতুর্থ ধাপের অনলকের মাঝ দিয়ে যাচ্ছে।