চলতি ২০১৭ সালের প্রথম পাঁচ মাসে ভারতে ভ্রমণ করা বাংলাদেশি পর্যটকের সংখ্যা বেড়েছে। আলোচ্য সময়ে এই সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেড়েছে।
দেশটির পর্যটন মন্ত্রণালয়ের তথ্য মতে, চলতি বছরের প্রথম ৫ মাসে বাংলাদেশ থেকে মোট ৭ লাখ পর্যটক ভারত ভ্রমণ করেছেন। অথচ আগের বছর একই সময়ে এই সংখ্যা ছিলো ৫ লাখ ৩০ হাজার।
এদিকে চলতি ২০১৭ সালের মে মাসে ২০১৬ সালের মে মাসের তুলনায় ভারতে মোট পর্যটক আসার হারও ১৯ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এছাড়া আলোচ্য মে মাসে ই-ট্যুরিস্ট ভিসা গ্রহণের সংখ্যাও বেড়েছে। ২০১৬ সালের মে মাসের তুলনায় এই হার বেড়েছে ৫৫ দশমিক ৩ শতাংশ।
পর্যটন মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, চলতি বছর মে মাসে ভারতে যত পর্যটক যায় তার মধ্যে কেবল বাংলাদেশ থেকেই গিয়েছেন ২৯ দশমিক ৭৩ শতাংশ পর্যটক। আর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পর্যটক এসেছে যুক্তরাষ্ট্র থেকে। যুক্তরাষ্ট্র থেকে আসা পর্যটকের সংখ্যা ভারতে আসা মোট পর্যটকের সংখ্যার ১৪ দশমিক ৩৭ শতাংশ। আর ৬ দশমিক ৭৬ শতাংশ পর্যটক এসেছে যুক্তরাজ্য থেকে, মালয়েশিয়া থেকে এসেছে ৩ দশমিক ৬৪ শতাংশ, চীন থেকে থেকে এসেছে ২ দশমিক ৯১ শতাংশ পর্যটক।
এছাড়া চলতি বছরের প্রথম ৫ মাসে ভারতে আসা মোট পর্যটকদের মধ্যে শ্রীলংকা থেকে এসেছে ২ দশমিক ৬৮ শতাংশ, জাপান থেকে ২ দশমিক ৩৮ শতাংশ, জার্মানি থেকে ২ দশমিক ৩৪ শতাংশ, কানাডা থেকে ২ দশমিক ৩৩ শতাংশ, অস্ট্রেলিয়া থেকে ২ দশমিক ২৬ শতাংশ।
মে মাসে দেশটিতে আশা পর্যটকদের মধ্যে দিল্লি বিমানবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেছে ২৪ দশমিক ১৭ শতাংশ, হরিদাসপুর স্থলবন্দর দিয়ে প্রবেশ করেছে ১৭ দশমিক শূন্য ৬ শতাংশ পর্যটক, মুম্বাই এয়ারপোর্ট দিয়ে এসেছে ১৫ দশমিক শূন্য ৪ শতাংশ পর্যটক।
আজকের বাজার:এলকে/এলকে/ ২০ জুন ২০১৭