উড্ডয়নের সময় ভারতের একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বেঙ্গালুরু থেকে আহমেদাবাদগামী গো এয়ারের একটি বিমানে এই ঘটনা ঘটে বলে দেশটির বার্তাসংস্থা এএনআই জানিয়েছে।
এক প্রতিবেদনে তারা জানায়, বিমানটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সেটিকে রানওয়ে থেকে সরানো হয়েছে। এছাড়া বিমানটির যাত্রী ও ক্রুরাও সবাই নিরাপদে আছেন।
এদিকে বিমানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা স্বীকার করেছে গো এয়ার কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানায়, গো এয়ারের জি৮ ৮০৮ ফ্লাইটের ডান ইঞ্জিনে আকস্মিক যান্ত্রিক ত্রুটি (এফওডি) হওয়ার কারণে উড্ডয়ের সময় আগুন ধরে যায়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই সেটি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তারা আরও জানায়, বিমানের যাত্রীরা সবাই নিরাপদে আছেন। তাদেরকে আরেকটি বিমানে করে নির্ধারিত গন্তব্যস্থলে পৌঁছে দেয়া হবে।
আজকের বাজার/এমএইচ