সদ্য সমাপ্ত ২০১৬-১৭ অর্থবছরে ভারতে বাংলাদেশি পণ্যের রপ্তানি কমেছে, কমেছে রপ্তানি আয়ও। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য মতে, ২০১৫-১৬ অর্থবছরের তুলনায় দেশটিতে রপ্তানি আয় কমেছে ২ দশমিক ৪৯ শতাংশ।
ইপিবি’র তথ্য বলছে, আলোচ্য অর্থবছরের ভারতে বাংলাদেশি পণ্য রপ্তানি আয় হয়েছে ৬৭ কোটি ২৪ লাখ ডলার। আর ২০১৫-১৬ অর্থবছরে আয় হয়েছিল ৬৮ কোটি ৯৬ লাখ ডলার। ইপিবি বলছে গত তিনটি অর্থবছর পরে এবারই ভারতে রপ্তানি আয় কমেছে।
২০১১-১২ অর্থবছরে ভারতে রপ্তানি হয় ৪৯ কোটি ৮৫ লাখ ডলারের পণ্য। ২০১২-১৩ অর্থবছরে ভারতে রপ্তানি হয় ৫৬ কোটি ৩৯ লাখ ডলার। তবে এর পরের অর্থবছরেই রপ্তানি আয় কমে যায়। ২০১৩-১৪ অর্থবছরে দেশটিতে পণ্য রপ্তানি থেকে আয় হয় হয় ৪৫ কোটি ৬৬ লাখ ডলার।
এর পরের বছরই অর্থাৎ ২০১৪-১৫ অর্থবছরে আবার দেশটিতে পণ্য রপ্তানিতে আয় বাড়ে। ওই বছর আয় হয় ৫২ কোটি ৭১ লাখ ডলার। আর ২০১৫-১৬ অর্থবছরে আয় হয়েছিল ৬৮ কোটি ৯৬ লাখ ডলার। তবে পরপর দুই বছর বৃদ্ধির পরে ২০১৬-১৭ অর্থবছরে রপ্তানি আয় কমে যায়।
রপ্তানিকারকদের মতে, ভারত পাট ও পাটজাত পণ্যে এন্টিডাম্পিং শুল্ক আরোপের ফলেই আলোচ্য অর্থবছরে ভারতে রপ্তানি আয় কম হয়েছে।
আজকের বাজার:এলকে/ এলকে/ ১২ জুলাই ২০১৭